নারী ও অপমৃত্যু

- Update Time : ১১:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / 195
মারজানা তাহসীন:
.
নারী, তুমি বসন্ত। তুমিই সুবাসিনী।কত শত লেখকের গল্প কিংবা উপন্যাস ও কবিতার প্রান।তবুও এই নগরীতে
তোমার নেই মান। নারী তুমি দেবী। তবুও তুমি, নির্দোষে দোষী,কলঙ্কিনী নারী।
.
নারী তুমি জীবন্ত তবুও সশ্রম কারাদণ্ড। নারী তুমি সৌন্দর্য। কিন্তু, যে দানবীয় ক্ষুধা আজ নগ্ন হয়ে তোমার বুকে, ঠোঁটে, জন্মঘ্রানে ক্ষুরাঘাত করে তা কে দেখে!!
.
কিংবা,, অবগুণ্ঠ খুলে যে নীল হয়ে যায় শরীর নির্মল বিষে তা কেই বা দেখে। ধরনীর শুরু থেকে নারী তুমি হারিয়েছো সম্মান,, আধুনিকতার যুগেও কে বা দেয় ছাড়! নারী তুমি সম্মান হয়েও সম্মান নও, তুমি হয়েছো ক্ষুধার্ত কোনো নরপশুর ভোগ বিলাসিতার মূল অস্ত্র। তা কি জানো?
.
রাতের আাধাঁর কেটে গেলে তোমায় কেই বা চিনে? কার এতো দ্বায়। নারী, তোমার নগ্নতায় নিশ্চুপ হয়ে থাকে এই নগরী। এই নগরী তোমার আর্তনাদ শোনে না। এতো প্রতিবাদ,এতো মিছিল, কি হবে তাতে? কি বা আসে যায়। ভেতরের চিৎকার কি কান পর্যন্ত পৌঁছায়?
.
কিন্তু নারী? তবুও সে, একলা হয়ে থেকে থেকে দেখে যায় চিরায়ত নিয়মে। ফিরে ফিরে যায় হাসি কান্নার সাথে। শুধু তো ফিরতে পারে না সে নারী এই ভেবে,, একদিন নিশ্চিত বিসর্জিত হবে চিরচেনা জগতে। আর অপমৃত্যু হবে তার প্রাপ্তি সকল বসন্তের বিনিময়ে।
.
লেখক : শিক্ষার্থী,অর্নাস ৩য় বর্ষ,প্রানবিদ্যা বিভাগ, ঠাকুরগাঁও সরকারি কলেজ।
.
Tag :