বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহে করোনার থাবা।
বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। দেখা দিয়েছিল করোনার উপসর্গ। এরপরই কোভিড টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট আসে পজেটিভ। তবে, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাঁর অবস্থা স্থিতিশীল।
এদিকে, দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। গতবছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে কাটান তিনি। সেই সিওপিডির সমস্যা তথা শ্বাসকষ্টই ভাবাচ্ছে চিকিৎসকদের।
ইতিমধ্যে টলিপাড়ায় বেশ কয়েকজনের অভিনেতার শরীরেই করোনা থাবা বসিয়েছে। দিন কয়েক আগেই সপরিবারে আক্রান্ত হন কোয়েল মল্লিক। করোনায় থাবায় মৃত্যু হয় রাজ চক্রবর্তীর বাবারও। একে একে আক্রান্ত হয়েছেন বহু টিভি তারকাও। ক্রমে সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন তাঁরা। সৌমিত্র চট্টোপাধ্যায় বয়সজনিত কারণ এবং কোমর্বিডিটির ঝুঁকি উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। চলছে লাগাতার পর্যবেক্ষণ।