সিএমপির ৮ এডিসিসহ ১১ কর্মকর্তার রদবদল
- Update Time : ০১:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / 146
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বেশ কয়েকজন আলোচিত কর্মকর্তাসহ ৮ এডিসি ও ৩ এসি পদে রদবদল করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন। নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় এটাই বড় ধরনের রদবদল।
সিএমপি সূত্রে জানা যায়, সিএমপির দক্ষিণ জোনের আলোচিত এডিসি শাহ মো. আব্দুর রউফকে ডিবি দক্ষিণের এডিসি, ডিবি দক্ষিণের এডিসি মির্জা সায়েম মাহমুদকে ডিবি উত্তর ও পিআর বিভাগে, কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি পলাশ কান্তি নাথকে সিএমপির দক্ষিণ জোন, ডিবি উত্তরের এডিসি আসিফ মহীউদ্দীনকে কাউন্টার টেররিজম ইউনিট, ট্রাফিক বন্দরের এডিসি অলক বিশ্বাসকে সিএমপির বন্দর জোন, সিএমপির স্টেট ডিপার্টমেন্টের এডিসি নাদিরা নুরকে সিএমপির উত্তর জোন, সিএমপির উত্তর জোনের এডিসি মো. আশিকুর রহমানকে ট্রাফিক বন্দর ও সিএমপির বন্দর জোনের এডিসি (পিওএম) নুতান চাকমাকে সিএমপির এমটি ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।
এছাড়া সিএমপির স্টেট ডিপার্টমেন্টের এসি মো. মমতাজ উদ্দিনকে সিএমপির ট্রাফিক পশ্চিমের এসি, ট্রাফিক পশ্চিমের এসি কীর্তমান চাকমাকে সিএমপির বন্দর জোনের এসি ও সিএমপির বন্দর জোনের এসি মো. কামরুল হাসানকে স্টেট ডিপার্টমেন্টের এসি হিসেবে পদায়ন করা হয়েছে।