শরৎ উৎসব এবং জাতীয় দিবসের আট দিনব্যাপী ছুটিতে আবারও চাঙ্গা হয়ে উঠেছে দেশটির পর্যটন খাত। এই ছুটির মৌসুমে ৫৫ কোটি অভ্যন্তরীণ পর্যটকের আনাগোনা আশা করছে চীন।
সেপ্টেম্বর থেকেই পুরোদমে হোটেল, বিমান, বাস ও ট্রেনের টিকিট বুকিং শুরু হয় বলে জানিয়েছে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দর, রেল ও বাস স্টেশনে দেখা গেছে পর্যটকদের লম্বা লাইন। এরই মধ্যে রেল, বিমান এবং সড়ক পথে প্রায় ৪৩ কোটি ট্রিপ হয়েছে। ছুটির মৌসুমের প্রথমার্ধেই পর্যটন খাত থেকে আয় হয়েছে ৩০ হাজার কোটি ইউয়ানেরও বেশি।
.
রেলপথে প্রতিদিন প্রায় এক কোটি মানুষ চলাচল করছেন দেশটিতে। সপ্তাহজুড়ে এরই মধ্যে দেড় কোটির বেশি ফ্লাইট বুক করা হয়েছে যা গত বছরের চেয়েও বেশি। ফেব্রুয়ারির মধ্যেই অভ্যন্তরীণ পর্যটন খাত পুরোদমে চালু হবে, আশা চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের।
পর্যটকদের কাছে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি তুলে ধরতে শরৎ উৎসব এবং জাতীয় দিবস উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে চীন।
বিভিন্ন জায়গায় করা হয়েছে লাইট শো। শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানেই নয়, থিম পার্ক, সিনেমা হল, শপিং মলগুলোতেও দর্শণার্থীরা ভিড় করছেন। এছাড়া আয়োজন করা হয়েছে সাইকেল, স্কিয়ের মত নানা খেলাধুলার।