শিক্ষক দিবস
- Update Time : ০৪:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / 201
শিক্ষক দিবস
পীযূষ কান্তি বড়ুয়া
হাতেখড়ি দিলেন যিনি
বর্ণপরিচয়ে
যিনি দিলেন শ্রেণির শিক্ষা
সব যাতনা সয়ে
.
যিনি দিলেন পড়ার মধ্যে
অমৃতদ্বার খুলে
নিলেন যিনি মানুষ গড়ার
দায়কে কাঁধে তুলে
.
যাঁর দু’হাতে শিখিয়েছে
রোগীর নাড়ি টেপা
নীতির কথা যে শেখালো
যাঁর হয়েছে কৃপা
.
আঁকতে যিনি শিক্ষা দিলেন
রংতুলিকে ধরে
যাঁর বাঁশিতে ঘাম ঝরাতো
শরীর চর্চা করে
.
যে শিক্ষক ধরতে শেখায়
টেবিল টেনিস ব্যাটে
ব্যাট শেখাতে বল করে যায়
মাঠের পিচে নেটে
.
যাঁর সুরেরই সুধার জোরে
কণ্ঠ সাধে গানে
যাঁর তালিমে নৃত্য ফোটে
মঞ্চে মধ্যখানে
.
তাঁদের সবার দিবস আজকে
তাঁদের জন্যে আসন
তাঁদের ব্রতে জাতির হবেই
প্রজ্ঞাতে উদ্ভাসন।
.
জীবনমানে উন্নত হোন
সুস্থ থাকুন তাঁরা
দেশ গঠনে মানুষ গড়ে
শ্রম দিয়েছেন যাঁরা।
Tag :