হাসপাতালে ১১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

  • Update Time : ০৭:৪৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / 164
নিজস্ব প্রতিবেদক: 

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ১১ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।

অধিদপ্তরের দেয়া তথ্যমতে, এদিন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৬১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত দুইটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তবে আইইডিসিআর পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

Tag :

Please Share This Post in Your Social Media


হাসপাতালে ১১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

Update Time : ০৭:৪৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক: 

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ১১ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।

অধিদপ্তরের দেয়া তথ্যমতে, এদিন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৬১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত দুইটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তবে আইইডিসিআর পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।