স্বামীর সঙ্গে পার্কে বেড়াতে এসে প্রাণ গেল নববধূর

  • Update Time : ০১:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / 293

সিলেটে প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে ড্রিমল্যান্ড পার্কে রাইড চড়তে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে মোনতাহা আক্তার সামিয়া (১৯) নামের এক ব্রিটিশ-বাংলাদেশি নববধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় স্বামীর সঙ্গে উপজেলার হিলালপুরের ড্রিমল্যান্ড পার্কে ডেঞ্জার হোন্ডার রাইড চড়তে গিয়ে তিনি মারা যান।

সামিয়া বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী। তার পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায়। এক মাস আগে মায়ের সাথে তিনি লন্ডন থেকে দেশে আসেন। এরপর বিয়ানীবাজার উপজেলার রুহুল আলমের সাথে বিয়ে হয় সামিয়ার।

স্বামীর সঙ্গে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরের ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. রুহুল আলম জানান, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে আসেন। সন্ধ্যার আগ মুহূর্তে ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ চালাতে গিয়ে গলায় ওড়না পেছিয়ে দুর্ঘটনার শিকার হন সামিয়া। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জনি বলেন, ময়নাতদন্তের জন্য মর্গে লাশ রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media


স্বামীর সঙ্গে পার্কে বেড়াতে এসে প্রাণ গেল নববধূর

Update Time : ০১:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

সিলেটে প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে ড্রিমল্যান্ড পার্কে রাইড চড়তে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে মোনতাহা আক্তার সামিয়া (১৯) নামের এক ব্রিটিশ-বাংলাদেশি নববধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় স্বামীর সঙ্গে উপজেলার হিলালপুরের ড্রিমল্যান্ড পার্কে ডেঞ্জার হোন্ডার রাইড চড়তে গিয়ে তিনি মারা যান।

সামিয়া বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী। তার পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায়। এক মাস আগে মায়ের সাথে তিনি লন্ডন থেকে দেশে আসেন। এরপর বিয়ানীবাজার উপজেলার রুহুল আলমের সাথে বিয়ে হয় সামিয়ার।

স্বামীর সঙ্গে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরের ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. রুহুল আলম জানান, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে আসেন। সন্ধ্যার আগ মুহূর্তে ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ চালাতে গিয়ে গলায় ওড়না পেছিয়ে দুর্ঘটনার শিকার হন সামিয়া। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জনি বলেন, ময়নাতদন্তের জন্য মর্গে লাশ রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।