শুরু হয়েছে বাফুফে নির্বাচনের আনুষ্ঠানিকতা,২টা থেকে ভোট শুরু

  • Update Time : ০৭:৫৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / 184

স্পোর্টস ডেস্ক:

শুরু হয়েছে বাফুফে নির্বাচনের আনুষ্ঠানিকতা। ২টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বার্ষিক সাধারণ সভায় অনুমোদন দেয়া হয়েছে গেলো ১ বছরের আর্থিক হিসেবের। এরই মধ্যে উপস্থিত হয়েছেন প্রায় সব কাউন্সিলর।

সকাল থেকে কাউন্সিলরদের পদচারণায় মুখর রাজধানীর হোটেল সোনারগাঁও। তবে প্রার্থীদের সাথে কাউন্সিলরের চেয়ে বেশি উপস্থিত সাধারণ মানুষ।

সময়ের সাথে সাথে উপস্থিত হন প্রার্থীরা। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ, শেখ মোহাম্মদ আসলাম, মহিউদ্দিনের নেতৃত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হন সমন্বয় পরিষদের প্রার্থীরা।

গেলো রাতে নির্বাচনে নাটকীয় প্রত্যাবর্তনের পরও সাধারণ সভায় উপস্থিত হননি সভাপতি প্রার্থী বাদল রায়। সভায় উপস্থিত অধিকাংশ ডেলিগেটের সমর্থনে অনুমোদন পায় গেলো এক বছরের আর্থিক হিসেবের।

বরাবরই নির্বাচন ঘিরে ভোট গ্রহণ কেন্দ্র উপস্থিত থাকেন ফুটবল সংশ্লিষ্ট ছাড়াও অনেকে। তাই নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে জোরদার। কয়েক স্তরে বসানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর জানিয়ে দেয়া হবে আগামী ৪ বছরের জন্য কার হাতে যাচ্ছে ফুটবলের কর্তৃত্ব।

Tag :

Please Share This Post in Your Social Media


শুরু হয়েছে বাফুফে নির্বাচনের আনুষ্ঠানিকতা,২টা থেকে ভোট শুরু

Update Time : ০৭:৫৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক:

শুরু হয়েছে বাফুফে নির্বাচনের আনুষ্ঠানিকতা। ২টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বার্ষিক সাধারণ সভায় অনুমোদন দেয়া হয়েছে গেলো ১ বছরের আর্থিক হিসেবের। এরই মধ্যে উপস্থিত হয়েছেন প্রায় সব কাউন্সিলর।

সকাল থেকে কাউন্সিলরদের পদচারণায় মুখর রাজধানীর হোটেল সোনারগাঁও। তবে প্রার্থীদের সাথে কাউন্সিলরের চেয়ে বেশি উপস্থিত সাধারণ মানুষ।

সময়ের সাথে সাথে উপস্থিত হন প্রার্থীরা। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ, শেখ মোহাম্মদ আসলাম, মহিউদ্দিনের নেতৃত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হন সমন্বয় পরিষদের প্রার্থীরা।

গেলো রাতে নির্বাচনে নাটকীয় প্রত্যাবর্তনের পরও সাধারণ সভায় উপস্থিত হননি সভাপতি প্রার্থী বাদল রায়। সভায় উপস্থিত অধিকাংশ ডেলিগেটের সমর্থনে অনুমোদন পায় গেলো এক বছরের আর্থিক হিসেবের।

বরাবরই নির্বাচন ঘিরে ভোট গ্রহণ কেন্দ্র উপস্থিত থাকেন ফুটবল সংশ্লিষ্ট ছাড়াও অনেকে। তাই নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে জোরদার। কয়েক স্তরে বসানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর জানিয়ে দেয়া হবে আগামী ৪ বছরের জন্য কার হাতে যাচ্ছে ফুটবলের কর্তৃত্ব।