ত্রিশালে বজ্রপাতে কিশোরের মৃত্যু

  • Update Time : ০৩:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / 161

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে সহপাঠীদের নিয়ে মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে পাবেল (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন শিশু। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের গাজীর মাঠে এ ঘটনা ঘটে।

মৃত পাবেল উপজেলার মাগুরজোড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে মাগুরজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের পরে পাবেল মিয়া সহপাঠীদের নিয়ে হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের গাজীর মাঠে খেলতে যায়। খেলাধুলা করার সময় হঠাৎ বজ্রপাতে পাবেল ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় আরও তিন শিশু। পরে স্থানীয়রা আহত তিন শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সরকারিভাবে দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ত্রিশালে বজ্রপাতে কিশোরের মৃত্যু

Update Time : ০৩:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে সহপাঠীদের নিয়ে মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে পাবেল (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন শিশু। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের গাজীর মাঠে এ ঘটনা ঘটে।

মৃত পাবেল উপজেলার মাগুরজোড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে মাগুরজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের পরে পাবেল মিয়া সহপাঠীদের নিয়ে হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের গাজীর মাঠে খেলতে যায়। খেলাধুলা করার সময় হঠাৎ বজ্রপাতে পাবেল ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় আরও তিন শিশু। পরে স্থানীয়রা আহত তিন শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সরকারিভাবে দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে।