আজ ১সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৪৩ বছরে পাঁ রাখতে যাওয়া এই দলটি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক সেনাশাসক জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই দলটি তিনবার দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সাল এবং ২০০১ সালে ক্ষমতায় আসে।
প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। সকালে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন। ১১টায় শেরে বাংলানগরে অবস্থিত মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন।