প্রণব মুখার্জির মৃত্যুতে জাহাঙ্গীর কবির নানকের গভীর শোক

  • Update Time : ০৫:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • / 180
নিজস্ব প্রতিবেদক:
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
.
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক শোক জ্ঞাপন করেন।
.
বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে উপমহাদেশের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান হলো। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, আদর্শবান ও অতুলনীয় মানবিক গুণের অধিকারী ছিলেন। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি প্রেরিত প্রণব মুখার্জি ছিল গভীর অনুরাগ। তার এই মৃত্যুতে বাংলাদেশ পরম এক বন্ধুকে হারিয়েছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে প্রণব মুখার্জির অবদান স্মরণীয় হয়ে থাকবে।
.
প্রসঙ্গত, দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রণব মুখার্জি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। স্বাধীনতা-উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।
.
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী ছিলেন। গত ১০ ই আগস্ট হাসপাতালে ভর্তি পর তার শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়ে। তারপর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল রাজনীতির সফলতম এই ব্যক্তিকে। অস্ত্রোপচারের আগে নিজের করণা সংক্রমিত হওয়ার খবর টুইট করে জানিয়েছেন তিনি নিজেই। সেটাই ছিল প্রণব মুখার্জির শেষ টুইট।
Tag :

Please Share This Post in Your Social Media


প্রণব মুখার্জির মৃত্যুতে জাহাঙ্গীর কবির নানকের গভীর শোক

Update Time : ০৫:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক:
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
.
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক শোক জ্ঞাপন করেন।
.
বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে উপমহাদেশের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান হলো। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, আদর্শবান ও অতুলনীয় মানবিক গুণের অধিকারী ছিলেন। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি প্রেরিত প্রণব মুখার্জি ছিল গভীর অনুরাগ। তার এই মৃত্যুতে বাংলাদেশ পরম এক বন্ধুকে হারিয়েছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে প্রণব মুখার্জির অবদান স্মরণীয় হয়ে থাকবে।
.
প্রসঙ্গত, দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রণব মুখার্জি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। স্বাধীনতা-উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।
.
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী ছিলেন। গত ১০ ই আগস্ট হাসপাতালে ভর্তি পর তার শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়ে। তারপর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল রাজনীতির সফলতম এই ব্যক্তিকে। অস্ত্রোপচারের আগে নিজের করণা সংক্রমিত হওয়ার খবর টুইট করে জানিয়েছেন তিনি নিজেই। সেটাই ছিল প্রণব মুখার্জির শেষ টুইট।