বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় : ওবায়দুল কাদের

  • Update Time : ০৮:৩০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • / 156

 

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনের সময়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিবের এক মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের জনসমর্থন আছে কী নেই তার মানদণ্ড কী? অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছেন?

তিনি বলেন, নির্বাচন যদি মানদণ্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।

ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে।

উপনির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদের আসন্ন ৫টি আসনে উপনির্বাচনে একটি আসনের মনোনয়ন দেয়া হয়েছে। অন্য আসনগুলোতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীর সভাপতির উপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় : ওবায়দুল কাদের

Update Time : ০৮:৩০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

 

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনের সময়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিবের এক মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের জনসমর্থন আছে কী নেই তার মানদণ্ড কী? অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছেন?

তিনি বলেন, নির্বাচন যদি মানদণ্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।

ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে।

উপনির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদের আসন্ন ৫টি আসনে উপনির্বাচনে একটি আসনের মনোনয়ন দেয়া হয়েছে। অন্য আসনগুলোতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীর সভাপতির উপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।