বিকেলে ছাত্রলীগের আলোচনা সভা: প্রধান অতিথি শেখ হাসিনা

  • Update Time : ০৪:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • / 195

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৪টায় ছাত্রলীগের এ আলোচনা সভায় গণভবন থেকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী।

শোকাবহ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্রলীগের আজকের কর্মসূচির মধ্যে দিয়ে আগস্টের কর্মসূচির সমাপ্তি ঘটবে। শুধু ঢাকা নয়, সারাদেশেই এই কর্মসূচি পালিত হয়।

এর আগে মাসব্যাপী এই কর্মসূচি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাসর সকল স্তরের নেতাকর্মী-সমর্থকসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Tag :

Please Share This Post in Your Social Media


বিকেলে ছাত্রলীগের আলোচনা সভা: প্রধান অতিথি শেখ হাসিনা

Update Time : ০৪:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৪টায় ছাত্রলীগের এ আলোচনা সভায় গণভবন থেকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী।

শোকাবহ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্রলীগের আজকের কর্মসূচির মধ্যে দিয়ে আগস্টের কর্মসূচির সমাপ্তি ঘটবে। শুধু ঢাকা নয়, সারাদেশেই এই কর্মসূচি পালিত হয়।

এর আগে মাসব্যাপী এই কর্মসূচি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাসর সকল স্তরের নেতাকর্মী-সমর্থকসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।