নরসিংদী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী আসামী শাহিন মোল্লা আগ্নেয়াস্ত্র পিস্তলসহ আটক হয়েছেন।
রোববার(৩০ আগস্ট) শাহিনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে খুনসহ ডাকাতি মামলা ১টি, ডাকাতি মামলা ৪টি, অস্ত্র মামলা ১টিসহ মোট ৬টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ ভোরে নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল খালপাড় এলাকায় আমির হোসেন গুলিতে নিহত হয়। পরে স্বজনদের দেওয়া তথ্যমতে, শীর্ষ সন্ত্রাসী আসামী শাহিন মোল্লাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী শাহিন মোল্লা ও আমির হোসেন একই ডাকাত দলের সদস্য। তাদের মধ্যে ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে আজকে সকালে অত্র হত্যার ঘটনা ঘটে। তারা দীর্ঘদিন যাবত দলগতভাবে ডাকাতি করে আসছিল।