এলেন না মেসি!

  • Update Time : ১১:১৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
  • / 217
এমনটা হবে জানাই ছিল। তারপরও সবাই অপেক্ষায় ছিল। পুরো বিশ্বও হয়তো তাকিয়ে ছিল। আগামী মৌসুমকে সামনে রেখে আজ বার্সেলোনায় হয়েছে পিসিআর টেস্ট। ক্লাব অধিনায়ক লিওনেল মেসি আগেই জানিয়ে দিয়েছিলেন, এই টেস্টে অংশ নেবেননা তিনি। তবু সতীর্থরা হয়তো উন্মুখ হয়ে বসেছিল। তবে শেষ পর্যন্ত এলেন না তিনি। 

স্প্যানিশ সময় সকাল ১০:১৫টায় অনুশীলন মাঠে আসার কথা ছিল আর্জেন্টাইন তারকার। তবে গতকালই ব্যুরোফ্যাক্সের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন, ক্লাবের এই টেস্টে অংশ নেবেন না তিনি। শেষপর্যন্ত নিজের কথায়ই অটল রইলেন মেসি।

তবে ছাঁটাইয়ের তালিকায় থাকলেও ঠিকই পিসিআর টেস্টে হাজির হন উরুগুইয়ান স্ট্রাইকার লুই সুয়ারেজ।

৬ বারের ব্যালন ডি অর জয়ী মেসি মনে করেন, গেল মঙ্গলবারের ব্যুরোফ্যাক্সের পর বার্সেলোনার সঙ্গে তার সবধরণের সম্পর্ক শেষ হয়ে গেছে।

তার মতে, ক্লাবের কোন কার্যক্রমে অংশ নিতে তিনি আর বাধ্য নন। যদিও ক্লাব কর্তৃপক্ষ এখনও চাইছে তাদের সর্বকালের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে। তারা বলছে, মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো না পেলে তাকে কোনভাবেই ছাড়বেনা তারা।

এদিন অনুশীলন মাঠে সবার আগে উপস্থিত হন ডিফেন্ডার জর্ডি আলবা ও ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েট। সোমবার থেকে দলীয় অনুশীলন শুরু করতে চান নবনিযুক্ত কোচ রোনাল্ড কোম্যান। যথারীতি সেখানেও থাকবেননা লিওনেল মেসি।

Tag :

Please Share This Post in Your Social Media


এলেন না মেসি!

Update Time : ১১:১৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
এমনটা হবে জানাই ছিল। তারপরও সবাই অপেক্ষায় ছিল। পুরো বিশ্বও হয়তো তাকিয়ে ছিল। আগামী মৌসুমকে সামনে রেখে আজ বার্সেলোনায় হয়েছে পিসিআর টেস্ট। ক্লাব অধিনায়ক লিওনেল মেসি আগেই জানিয়ে দিয়েছিলেন, এই টেস্টে অংশ নেবেননা তিনি। তবু সতীর্থরা হয়তো উন্মুখ হয়ে বসেছিল। তবে শেষ পর্যন্ত এলেন না তিনি। 

স্প্যানিশ সময় সকাল ১০:১৫টায় অনুশীলন মাঠে আসার কথা ছিল আর্জেন্টাইন তারকার। তবে গতকালই ব্যুরোফ্যাক্সের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন, ক্লাবের এই টেস্টে অংশ নেবেন না তিনি। শেষপর্যন্ত নিজের কথায়ই অটল রইলেন মেসি।

তবে ছাঁটাইয়ের তালিকায় থাকলেও ঠিকই পিসিআর টেস্টে হাজির হন উরুগুইয়ান স্ট্রাইকার লুই সুয়ারেজ।

৬ বারের ব্যালন ডি অর জয়ী মেসি মনে করেন, গেল মঙ্গলবারের ব্যুরোফ্যাক্সের পর বার্সেলোনার সঙ্গে তার সবধরণের সম্পর্ক শেষ হয়ে গেছে।

তার মতে, ক্লাবের কোন কার্যক্রমে অংশ নিতে তিনি আর বাধ্য নন। যদিও ক্লাব কর্তৃপক্ষ এখনও চাইছে তাদের সর্বকালের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে। তারা বলছে, মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো না পেলে তাকে কোনভাবেই ছাড়বেনা তারা।

এদিন অনুশীলন মাঠে সবার আগে উপস্থিত হন ডিফেন্ডার জর্ডি আলবা ও ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েট। সোমবার থেকে দলীয় অনুশীলন শুরু করতে চান নবনিযুক্ত কোচ রোনাল্ড কোম্যান। যথারীতি সেখানেও থাকবেননা লিওনেল মেসি।