ঢাকা-৫ উপ-নির্বাচনে কামরুল হাসান রিপনকে প্রার্থী করার দাবি
- Update Time : ১০:৩৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / 177
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে আওয়ামী লীগের প্রার্থী করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ডেমরার সারুলিয়া বাজারের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় এ দাবি জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান রিপন বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই সক্রিয়ভাবে মাঠে থেকে কাজ করেছি। লিফলেট বিতরণ থেকে শুরু করে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি পবিত্র রমজানে ইফতার বিতরণ এবং হতদরিদ্র-মেহনতি মানুষের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবিলায় এখনো মানুষের সেবা করে যাচ্ছি। যত দিন করোনাভাইরাস থাকবে তত দিন আমরা মানুষের সেবা করে যাব, ইনশাআল্লাহ।’
মনোনয়ন পেলে নৌকা প্রতীককে বিশাল ভোটে জয়ী করার আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘এ এলাকার জনসাধারণ এখনো অবহেলিত। কাঁচা রাস্তা, ড্রেনেজ সিস্টেমে সমস্যা আছে। অনেক কারখানা বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশদূষণ রোধ করতে চাই। সব সমস্যা যাচাই-বাছাই করে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা হবে।’
ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাত হোসেন সুজন এ কর্মসূচির আয়োজন করেন। সারুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত ডেমরা ও শ্যামপুর থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ জাফর আহমেদ মামুন, ডেমরা থানা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মো. আবুল কালাম, আমতলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. আশরাফ ভূইয়া এবং আমতলা পঞ্চায়েত কমিটির উপদেষ্টা মো. খোরশেদ আলম।