সকালে বাংলাদেশ কৃষি অথর্নীতিবিদ সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধুর দর্শন ও বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি’ শীর্ষক আলোচনায় এমন দাবি জানান তিনি। বলেন, বঙ্গবন্ধুর মতো এমন মহান নেতা জন্ম না নিলে স্বাধীনতা পেতো না বাঙালী। জানান, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ হবে বাংলাদেশ।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল এ আলোচনায় অংশ নিয়ে, বক্তারা বলেন, বঙ্গবন্ধুর মতো বিশ্বনেতার হত্যা বাঙালীর এক কলঙ্কজনক অধ্যায়। এই হত্যার সাথে জড়িত সকলের বিচার শেষ হলেই কলঙ্কমুক্ত হবে বাংলাদেশ।