বধূবেশে চমকে দিলেন অপু

  • Update Time : ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
  • / 194
বিনোদন প্রতিবেদক:

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এমবি অ্যাসোসিয়েটস প্রেজেন্টস ব্রাইডাল ফেস্ট ২০২০’। সিজন ওয়ান স্পন্সরর্ড বাই মাসুদ খান মেকওভার অ্যান্ড হেয়ারস্টাইল ইনস্টিটিউট বাই মাসুদ খান। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে এমবি অ্যাসোসিয়েটসের আয়োজনে প্রথম সিজনের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কনের সাজ।

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রতিযোগীর মধ্যে যাচাই বাছাই পরে ২০ জন ব্রাইড এবং ২০ জন মেকআপ আর্টিস্ট এতে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন। স্টাইলিং এবং কোরিওগ্রাফিতে ছিলেন স্বনামধন্য কোরিওগ্রাফার ও স্টাইলার রাকিব বাবু।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘অসাধারণ একটি আয়োজন। এই ইভেন্টটিতে ব্রাইড সাজা যে একটি আর্ট, এটি ব্রাইডদের এবং আর্টিস্টদের উদ্বুদ্ধ করবে।’

আয়োজক পক্ষ থেকে মাসুদ খান ও বাবুল আক্তার বলেন, ‘সিজন ওয়ানে খুব ছোট পরিসরে সুন্দর একটা আয়োজন করার চেষ্টা করেছি আমরা। এরপর সিজন-২-৩-৪ এভাবে ফেস্টিভালটি চলবে। সিজন-টুতে বিশেষ আকর্ষণ থাকছে। ’ আগামী ২৫ সেপ্টেম্বরে সিজন টু’র আনুষ্ঠানিকতা হওয়া ঘোষণা দেন তারা। আগ্রহীগণ অফিসিয়াল ফেসবুক পেইজে যুক্ত হয়ে সিজন টু’র জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

এই অনুষ্ঠানে ড্রেস পার্টনার ছিল আনজারা বাই আবির অ্যান্ড ইরা, জুয়েলারি পার্ল প্যালেস কুমিল্লা, ইভেন্ট অ্যান্ড পিআর এ ‘বি পজেটিভ কমিউনিকেশন’ টেলিভিশন পার্টনার ‘জি টিভি’, রেডিও পার্টনার রেডিও টুডে, পত্রিকা পার্টনার বাংলাদেশ প্রতিদিন, অনলাইন পার্টনার বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কম, ম্যাগাজিন পার্টনার অনন্যা, বিনোদন পোর্টাল পার্টনার স্পন্দনডট কম ডটবিডি, এবং ডিজিটাল পার্টনার হিসেবে ছিল ডিজিটাল প্লাটফর্ম এসকে মিডিয়া ডটকম।

Tag :

Please Share This Post in Your Social Media


বধূবেশে চমকে দিলেন অপু

Update Time : ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
বিনোদন প্রতিবেদক:

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এমবি অ্যাসোসিয়েটস প্রেজেন্টস ব্রাইডাল ফেস্ট ২০২০’। সিজন ওয়ান স্পন্সরর্ড বাই মাসুদ খান মেকওভার অ্যান্ড হেয়ারস্টাইল ইনস্টিটিউট বাই মাসুদ খান। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে এমবি অ্যাসোসিয়েটসের আয়োজনে প্রথম সিজনের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কনের সাজ।

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রতিযোগীর মধ্যে যাচাই বাছাই পরে ২০ জন ব্রাইড এবং ২০ জন মেকআপ আর্টিস্ট এতে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন। স্টাইলিং এবং কোরিওগ্রাফিতে ছিলেন স্বনামধন্য কোরিওগ্রাফার ও স্টাইলার রাকিব বাবু।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘অসাধারণ একটি আয়োজন। এই ইভেন্টটিতে ব্রাইড সাজা যে একটি আর্ট, এটি ব্রাইডদের এবং আর্টিস্টদের উদ্বুদ্ধ করবে।’

আয়োজক পক্ষ থেকে মাসুদ খান ও বাবুল আক্তার বলেন, ‘সিজন ওয়ানে খুব ছোট পরিসরে সুন্দর একটা আয়োজন করার চেষ্টা করেছি আমরা। এরপর সিজন-২-৩-৪ এভাবে ফেস্টিভালটি চলবে। সিজন-টুতে বিশেষ আকর্ষণ থাকছে। ’ আগামী ২৫ সেপ্টেম্বরে সিজন টু’র আনুষ্ঠানিকতা হওয়া ঘোষণা দেন তারা। আগ্রহীগণ অফিসিয়াল ফেসবুক পেইজে যুক্ত হয়ে সিজন টু’র জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

এই অনুষ্ঠানে ড্রেস পার্টনার ছিল আনজারা বাই আবির অ্যান্ড ইরা, জুয়েলারি পার্ল প্যালেস কুমিল্লা, ইভেন্ট অ্যান্ড পিআর এ ‘বি পজেটিভ কমিউনিকেশন’ টেলিভিশন পার্টনার ‘জি টিভি’, রেডিও পার্টনার রেডিও টুডে, পত্রিকা পার্টনার বাংলাদেশ প্রতিদিন, অনলাইন পার্টনার বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কম, ম্যাগাজিন পার্টনার অনন্যা, বিনোদন পোর্টাল পার্টনার স্পন্দনডট কম ডটবিডি, এবং ডিজিটাল পার্টনার হিসেবে ছিল ডিজিটাল প্লাটফর্ম এসকে মিডিয়া ডটকম।