চিকিৎসা নিতে গিয়ে পালালেন কয়েদি
- Update Time : ০৫:৩৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / 157
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) থেকে মিন্টু মিয়া (২৮) নামে এক কয়েদি পালিয়ে গেছেন।
.
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক মিন্টু টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য বিষয়ক মামলার আসামি।
.
চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার রাতে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
.
কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিন্টুর সঙ্গে আরও তিন জন কারারক্ষী ছিলেন। এরপরও তিনি কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া মিন্টুর বাড়িতে লোক পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মাহবুবুল ইসলাম।
Tag :