চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮
- Update Time : ০৫:০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / 149
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৮ জন; এর মধ্যে ৬৯ জন নগরীর ও ১৯ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৯৫৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৪ জন নগরীর ও ৪ হাজার ৯৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরীতে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭০ জন; এর মধ্যে ১৮৯ জন নগরীর ও ৮১ জন উপজেলার বাসিন্দা।
শনিবার (২৯ আগষ্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, শুক্রবার(২৯ আগষ্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২১ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১৮ জন নগরীর ও ৭ জন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৬ জনের নমুনা পরীক্ষায় নগরীর ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে নগরীর ১৩ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১০ জনের নমুনার মধ্যে নগরীর ৩ ও উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ জনের করোনা পরীক্ষা করে ২ জনের মধ্যে রোগটি পাওয়া গেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ১১৫ জনের নমুনার মধ্যে নগরীর ৪ জন শনাক্ত হয়েছেন। শেভরণে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে নগরীর ৯ ও উপজেলার ৩ জনের করোনা পাওয়া গেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, বাঁশখালীর ১, আনোয়ারার ১, চন্দনাইশের ১, বোয়ালখালীর ২, রাউজানের ৩, হাটহাজারীর ৬, সীতাকুণ্ডের ১ ও সন্দ্বীপের ২ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৯০ জন; এর মধ্যে ৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, বাকি ৮৩ জন বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।