আধুনিক গ্রাম

  • Update Time : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • / 196
জুবায়েদ মোস্তফা:
পথের দু ধারে সবুজ ঘাসের মাঝখানে প্রবাহিত আঁকা বাঁকা মেঠোপথ, উন্নয়নের ছোঁয়া পেয়েছে,পাঁকা হয়েছে গাঁয়ে রাস্তা আছে যত। ছুটি উপভোগ্য করে তুলতে,বহু বছর পর ছুটে গেলাম বাড়িতে, ছোট বেলার সেই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি দেখি না পথে পথে।
.
গ্রাম পরিণত হচ্ছে শহরে,কমছে মানুষের প্রতি মানুষের মায়া, তপ্ত দুপুরে প্রচন্ড গরমে পথিক খুঁজে পায় না বৃক্ষের স্নিগ্ধ ছায়া। চোখে পড়ে না গাঁয়ের ছোট ছোট কুঁড়েঘর কৃষাণের কণ্ঠে বেজে ওঠে না আর পুরনো বাঁশির সুর।
.
বহু বছর পেরিয়ে গেল,গাঁয়ে আসে না বর্ষাকালে জল, পথে পথে নেই বট বৃক্ষ, গড়াই,সেগুন,হিজল। বাংলার গাঁয়ের চিত্র দেখে ফুটে ওঠে মাটির টান, বাতাসে বয়ে যায় সুজলা-সুফলা সবুজের ঘ্রাণ।
.
কল-কারখানার দূষিত বায়ুতে পাওয়া যায় না আরাম-আয়েশ, নগরে ত্বরান্বিত হওয়ায় মুখ থুবড়ে পড়েছে পরিবেশ। যানবাহনের কালো ধোঁয়ায় বিশুদ্ধ নেই, গ্রামের মুক্ত বাতাস, নগরায়নের ফল শ্রুতিতে প্রতিনিয়ত বন্ধ হয়ে ওঠে নিঃশ্বাস। দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে জীবন যাত্রার মান, তবু খুঁজে পাওয়া যায় না আগের মতো মানুষের প্রতি মানুষের সম্মান।
.
লেখক: শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Tag :

Please Share This Post in Your Social Media


আধুনিক গ্রাম

Update Time : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
জুবায়েদ মোস্তফা:
পথের দু ধারে সবুজ ঘাসের মাঝখানে প্রবাহিত আঁকা বাঁকা মেঠোপথ, উন্নয়নের ছোঁয়া পেয়েছে,পাঁকা হয়েছে গাঁয়ে রাস্তা আছে যত। ছুটি উপভোগ্য করে তুলতে,বহু বছর পর ছুটে গেলাম বাড়িতে, ছোট বেলার সেই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি দেখি না পথে পথে।
.
গ্রাম পরিণত হচ্ছে শহরে,কমছে মানুষের প্রতি মানুষের মায়া, তপ্ত দুপুরে প্রচন্ড গরমে পথিক খুঁজে পায় না বৃক্ষের স্নিগ্ধ ছায়া। চোখে পড়ে না গাঁয়ের ছোট ছোট কুঁড়েঘর কৃষাণের কণ্ঠে বেজে ওঠে না আর পুরনো বাঁশির সুর।
.
বহু বছর পেরিয়ে গেল,গাঁয়ে আসে না বর্ষাকালে জল, পথে পথে নেই বট বৃক্ষ, গড়াই,সেগুন,হিজল। বাংলার গাঁয়ের চিত্র দেখে ফুটে ওঠে মাটির টান, বাতাসে বয়ে যায় সুজলা-সুফলা সবুজের ঘ্রাণ।
.
কল-কারখানার দূষিত বায়ুতে পাওয়া যায় না আরাম-আয়েশ, নগরে ত্বরান্বিত হওয়ায় মুখ থুবড়ে পড়েছে পরিবেশ। যানবাহনের কালো ধোঁয়ায় বিশুদ্ধ নেই, গ্রামের মুক্ত বাতাস, নগরায়নের ফল শ্রুতিতে প্রতিনিয়ত বন্ধ হয়ে ওঠে নিঃশ্বাস। দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে জীবন যাত্রার মান, তবু খুঁজে পাওয়া যায় না আগের মতো মানুষের প্রতি মানুষের সম্মান।
.
লেখক: শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।