এবারের নিমন্ত্রণ- নীল কোমল
- Update Time : ০৫:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / 206
সেখানে নির্বাক মনে মৃদু আলোয় তাকিয়ে ছিল এক তরুণ
আর ব্যস্ত আকাশে মেঘ হারিয়ে গেল বৃদ্ধার চোখে।
যেন দিগন্ত নুয়ে গেছে আধারে আলোয়
ক্ষণের প্রান্তে বেলা গিয়াছে কালোয়।
দক্ষিণা সমীরের কি বিরহী গান
ফুলে ফুলে মৌমাছি আছে অম্লান।ককিল গলা ফেটে দিচ্ছে জানান
বসন্ত এসেছে যায় যাক প্রাণ।
মাঝরাতে ডাহুকের কি যে আবেদন
জাগা ঘুম ভেঙে গেল সুরে ভেসে মন।
অশ্রুগড়া চোখে স্তব্ধ পানকৌড়ি কিভেবে
না খেয়ে থাকে অনাহারী ।
এবারের বৈশাখেও নির্দয়ী ঝড়
কালো মেঘে ছেয়ে দিয়ে করে যায় পর।
এবারের মহামারির নিমন্ত্রণের ডাক পরম
স্নেহের মাঝে করে দিল ভাগ।
ছাত্র, জ্ঞানী-গুণী কতো মার প্রাণ
কত স্নেহ ছিড়ে গেল কত অভিমান।
এবারের প্লাবনে নির্দয়ী জল
দুঃখের অশ্রু দিয়ে ভেঙ্গেছে কাজল।
তাই রিক্ত মনে ডাকি প্রকৃতির পরে
সবই দিয়েছি তারে ভরে,
রাখিনি কিছু মোর বাঁচিবার
তরে তবু আর আছে আর নেই আহুত নিমন্ত্রণ?
লেখক : আহমেদ সুমন,শিক্ষার্থী,রাষ্ট্র বিজ্ঞান-১ম বর্ষ
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।