‘জাতীয় ধ্বনি জয় বাংলাকে অস্বীকারকারীরা স্বাধীনতায় বিশ্বাস করে না’

  • Update Time : ০১:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • / 142
নিজস্ব প্রতিবেদক:
সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা হিসেবে স্বীকার করেন না, জয় বাংলাকে যারা জাতীয় ধ্বনি হিসাবে স্বীকার করেন না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
.

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে স্বাধীনতা সরকারি চাকরিজীবি জাতীয় পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় শাহজাহান খান বলেন, এই জয় বাংলা স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের শক্তি যুগিয়েছে, সাহস যুগিয়েছে। আমাদের কন্ঠের জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে গেছেন। যেই জয় বাংলা আমাদের জাতীয় শ্লোগান হলো, জিয়াউর রহমান ক্ষমতায় এসে তা পাল্টে দিয়েছিলো।

সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাহবুব মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস, সহ-সভাপতি আরুক মুন্সী, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্দে হোসেন মীর্জা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, শাহজাহান খানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাৎ বরনকারীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media


‘জাতীয় ধ্বনি জয় বাংলাকে অস্বীকারকারীরা স্বাধীনতায় বিশ্বাস করে না’

Update Time : ০১:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক:
সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা হিসেবে স্বীকার করেন না, জয় বাংলাকে যারা জাতীয় ধ্বনি হিসাবে স্বীকার করেন না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
.

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে স্বাধীনতা সরকারি চাকরিজীবি জাতীয় পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় শাহজাহান খান বলেন, এই জয় বাংলা স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের শক্তি যুগিয়েছে, সাহস যুগিয়েছে। আমাদের কন্ঠের জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে গেছেন। যেই জয় বাংলা আমাদের জাতীয় শ্লোগান হলো, জিয়াউর রহমান ক্ষমতায় এসে তা পাল্টে দিয়েছিলো।

সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাহবুব মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস, সহ-সভাপতি আরুক মুন্সী, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্দে হোসেন মীর্জা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, শাহজাহান খানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাৎ বরনকারীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।