স্বার্থপর কোকিল
- Update Time : ১১:৪০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / 269
শেখ ফরিদ:
পথের পাসে একটি বড় ডালিম গাছ। বড় বড় লাল টুকটুকে অনেক গুলো ডালিম পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে। দেখে মনে হচ্ছে এক্ষুণি যেনো টপ করে নিছে পড়বে। গাছ টির নিছে একটি সূর্যমুখি ফুলগাছ, দু’দিন আগে বেশ সুন্দর বড়সড় একটি ফুল ফুটেছে। সূর্যের মতো গোল গাল চারপাশে পাপড়ি গুলো মেলা, রাস্তার দিকে মুক করে তাকিয়ে আছে। তাঁর নিছে কচিকচি সবুজ ঘাসে ভরপুর।
.
জায়গাটির দিকে তাকালেই চোখ জুড়িয়ে জায়।কচি কচি সবুজ ঘাসে ভরপুর জায়গা টি, ঘাসের ভিতর থেকে একটা সূর্যমুখি ফুলগাছ, একটা চমৎকার ফুল ও ফোটেছে। পাসে একটা ডালিম গাছ ডালে ডালে লাল লাল ডালিম ঝুলছে। হঠাৎ একটা কোকিল কোত্থেকে উড়ে এসে ডালিম গাছটার একটা ডালে বসলো।
.
বসেই তার সেই বিখ্যাত গান “কুহু-কুহু” গলা জারিয়ে গাইতে লাগলো। কি অসম্ভব সুন্দর দৃশ্য টা। তখন দক্ষিণ দিক থেকে গা জুড়ানো হালকা বাতাস আসছে। ডালিম গাছের পাতা গুলো নড়ছে, ডালিম গুলো এদিক ওদিক দোল খাচ্ছে। আট সূর্যমুখি ফুলটা ও হালকা বাতাসে নড়ছে। মনে হচ্ছে কোকিলের গানের তালে সূর্যমুখি ফুল অতিউৎসাহের আনন্দে নাচতেছে। ডালিমপাতা গুলো দর্শক হিসেবে হাত তালি দিতেছে। আর ডালিমগুলো বিচারক, ঢুলুনি চেয়ারে বসে ঢুলতেছে আর মুগ্ধ হয়ে কোকিলের গান শুনতেছে।
.
বেশ জমজমাট হয়ে উঠেছে মঞ্চটা। কোকিল টা গান গাইতে গাইতে একটা রসালো পাকা ডালিম খেলো ঠোকরে ঠোকরে। কিছুক্ষণ পরে কেকিল টা মলত্যাগ করলো। ময়লা গিয়ে পড়লো নিচের সূর্যমুখি ফুলে। যেকিনা একটু আগে কোকিলের গান শুনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে অতিউৎসাহে নাচছিলো।
Tag :