নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্ত:জেলা মাদক চক্রের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগ ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ সেলিম (৫০), মোঃ দিলু ওরফে বাডু (৩২) ও মোহাম্মদ আলী (২২।
অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা (লালবাগ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট, ২০২০) রাত ০০.৪৫ টায় মতিঝিল থানার ফকিরাপুল এলাকা হতে ০১ টি বেবি কেয়ার ও ০২ টি বায়োমিল দুধের কৌটায় বিশেষ পদ্ধতিতে রক্ষিত ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে। সূত্র: ডিএমপি নিউজ