নওগাঁয় উপ-নির্বাচনে হেলালের মটরসাইকেল শোডাউন
- Update Time : ০৪:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / 174
মো: আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল বিশাল মটরসাইকেল শোডাউন করেছেন।
.
বৃহস্পতিবার রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোডাউন করেন তিনি। এদিন বেলা ১১ টায় রাণীনগর উপজেলা সদর থেকে প্রায় ৭-৮ শত মোটরসাইকেল নিয়ে উপজেলা গোল চত্বর থেকে শোডাউন শুরু করেন। এরপর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন।
.
এ সময় থেমে থেমে পথসভা ও জনগণের সাথে কুশল বিনিময় করেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।শোডাউনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।
.
শোডাউনকালে রাণীনগর উপজেলার রাজাপুর জিয়ানীপাড়ার মোড়ে সাংবাদিকদের জানান, এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি।
.
তিনি বলেন, আওয়ামী লীগের সাথে আমাদের রক্ত মিশে আছে। গত ২০১৮ সালে নির্বাচনে আমি এই আসন থেকে দলীয় মনোনয়ন তুলেছিলাম। আশা করছি এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বঞ্চিত করবেন না।
.
তিনি দাবি করে বলেন, জনগণের ভাল বাসায় আমি পরপর দুই বার বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো ইনশাল্লাহ।
.
উল্লেখ্য, গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়।
.
ইতি মধ্যে মনোনয়ন পেতে প্রায় ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
Tag :