বেশ কিছুদিন ধরে সারা বিশ্বে দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। তাই করোনা সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে গুগলেই বেশি সার্চ করছিল মানুষ। কিন্তু গুগলে এবার করোনাভাইরাসকে হারিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্রিয় ক্লাব বার্সেলোনা ছাড়ার ঘোষণার পর গুগল সার্চে করোনাকে টপকে গেছেন মেসি।
গত মঙ্গলবার বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি। এর পরই ফুটবিশ্বে তোলপাড়। মেসির ক্লাব ছাড়া এবং ভবিষ্যৎ নিয়ে কৌতূহল ফুটবল ভক্তদের। তাই মেসির নিউজই গুগল সার্চ ইঞ্জিনে সবার উপরে ওঠে যায়।
মেসির ব্যাপারে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয় স্পেনে। গুগল থেকে সবাই মেসির ব্যাপারে খুঁটিনাটি পড়ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, স্পেন, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, তুরস্ক ও নেদারল্যান্ডসে মেসিকে নিয়ে আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
এদিকে দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছাড়তে এক রকম প্রস্তুত মেসি। দলবদল নিয়ে কিছু জটিলতা থাকায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফারও দ্বারস্থ হয়েছেন তিনি। দলবদলের জন্য ফিফার কাছে প্রাথমিক অনুমতি চেয়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার। বিশ্বের অন্যতম বড় স্পোর্টস নেটওয়ার্ক বেইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি পালমেরি বিষয়টি জানিয়েছেন।
এক টুইট বার্তায় ত্রানকেদি পালমেরি জানিয়েছেন, ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন মেসি। তার মানে বিনামূল্যে দলবদল করতে চান আর্জেন্টাইন তারকা।
বার্সা ছেড়ে মেসি ঠিক কোথায় যাবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন ক্লাবের নাম উঠে আসছে। এ ক্ষেত্রে সবার আগে আসছে ম্যানচেস্টার সিটির নাম। মেসির নিজেরও নাকি চাওয়া পুরোনো কোচ পেপ গার্দিওয়ালার অধীনে আবারও খেলার।
ম্যানসিটি ছাড়াও মেসিকে পাওয়ার দৌড়ে আছে পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো ক্লাবগুলো। আর্জেন্টাইন তারকাকে পেতে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হবে আগ্রহী ক্লাবগুলো। মেসিকে পেতে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাত হাজার ১০ কোটি ৬২ লাখ টাকার বেশি।