এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষাও হচ্ছে না
- Update Time : ১১:২৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / 183
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি পরীক্ষা বাতিল করা হয়।
এছাড়া করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বৃদ্ধি করা হয়েছে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।
মহামারি শুরুর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরবর্তীতে ছুটি বাড়ানো হয়েছে কয়েক দফায়।
এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যেতে সংসদ টিভিতে শিক্ষকদের দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। যদিও সমীক্ষায় জানা যায়, মাত্র ৫৬ শতাংশ শিক্ষার্থী টেলিভিশন পাঠদানের সুযোগটি গ্রহণ করতে পেরেছে।