মানিকগঞ্জ প্রতিনিধি:
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের লঞ্চ চলাচল।
.
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার থেকে এই রুটটিতে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, নদীতে প্রচন্ড স্রোত এবং বৈরী আবহাওয়ার কারণে গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিলো। পরে সকালে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়।
তিনি আরো জানান, এই রুটে মোট ১৭টি লঞ্চ চলাচল করে। তবে, লঞ্চ বন্ধ থাকলেও ওই সময় এই রুটের ফেরি চলাচল স্বাভাবিক ছিলো। যে কারণে নৌপথে চলাচলকারী যাত্রীরা ফেরিতে পার হয়েছেন।