প্রণব মুখার্জির ফুসফুসের পর, কিডনির অবস্থার অবনতি
- Update Time : ১১:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / 144
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি হাসপাতালে দীর্ঘদিন ধরে লড়াই করছেন। ফুসফুসের সংক্রমণের জন্য চিকিৎসা চলছে তার। কিন্তু ফুসফুসের সংক্রমণের জটিলতার মধ্যেও তার কিডনির অবস্থা কিছুটা অবনতি হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দিল্লির সেনা হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়েছে। দুই সপ্তাহের বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।
হাসপাতাল থেকে প্রকাশিত তার স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, ‘ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের। গতকালের চেয়ে তার কিডনির অবস্থার (রেনাল প্যারামিটার্স) সামান্য অবনতি হয়েছে। এখনও গভীর কোমায় রয়েছেন উনি। ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চলছে।’’
গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, গত ১০ আগস্ট দিল্লির ক্যান্টনমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে প্রণব মুখার্জির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। একই সঙ্গে তার করোনা ভাইরাস রিপোর্টও পজিটিভ আসে।