জামালপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে ‘হত্যা’

  • Update Time : ০৮:০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / 140
জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় নিজ স্ত্রী ও তিন বছরের ছেলেকে হত্যার অভিযোগে হারুন অর রশিদ পলাশ নামে এ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে হারুন অর রশিদ কে আটক করে।

হারুন অর রশিদ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর বাসিন্দা। তিনি স্থানীয় একটি স’মিলের মালিক।

নিহত নারীর ছোট বোন নাসরিন তাবাসসুম কেয়া অভিযোগ করে জানান, পলাশ দীর্ঘদিন যাবৎ পরকীয়ায় জড়িত থাকায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। এই পরকীয়ায় বাধা দেওয়ায় বুধবার রাতে তার স্ত্রী মমিনা আক্তার শিখাকে এবং ছেলে তাওহীদকে হত্যা করেছে পলাশ। তারা এই হত্যা বিচারের দাবি জানান।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান খবর দিলে ঘটনাস্থল থেকে মা ও ছেলের লাশ উদ্ধারের পর পলাশকে আটক করে পুলিশ। আটককে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জনান, ওই মা-ছেলেকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


জামালপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে ‘হত্যা’

Update Time : ০৮:০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় নিজ স্ত্রী ও তিন বছরের ছেলেকে হত্যার অভিযোগে হারুন অর রশিদ পলাশ নামে এ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে হারুন অর রশিদ কে আটক করে।

হারুন অর রশিদ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর বাসিন্দা। তিনি স্থানীয় একটি স’মিলের মালিক।

নিহত নারীর ছোট বোন নাসরিন তাবাসসুম কেয়া অভিযোগ করে জানান, পলাশ দীর্ঘদিন যাবৎ পরকীয়ায় জড়িত থাকায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। এই পরকীয়ায় বাধা দেওয়ায় বুধবার রাতে তার স্ত্রী মমিনা আক্তার শিখাকে এবং ছেলে তাওহীদকে হত্যা করেছে পলাশ। তারা এই হত্যা বিচারের দাবি জানান।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান খবর দিলে ঘটনাস্থল থেকে মা ও ছেলের লাশ উদ্ধারের পর পলাশকে আটক করে পুলিশ। আটককে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জনান, ওই মা-ছেলেকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।