অন্তপ্রাণ

  • Update Time : ০৭:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / 178
অন্তপ্রাণ
মো: আশরাফুজ্জামান শাওন
.
বঙ্গবন্ধু
এযে লক্ষ্য প্রাণের স্পন্দন
পুষ্প ভরা কুঞ্জে সেজেছে বদ্বীপ
পাখির কলরবে ভরেছে মন
ভরেছে বাঙালির ধন্য মাটি ধন্য বাংলা মা।
.
যে হাসিতে বৃষ্টি ঝরে,
পাখা মেলে জ্যোৎস্নার সুবহ
বাঙালির হাসি-কান্না সুখের আলো,
বাহান্নোর অগ্নিশিখা ধারণ করে
মনে জেলে স্বপ্নের দানা
বীজ বুনেছে স্বাধীনতার ব্যাকুলতা।
.
বঙ্গবন্ধু আসছে অধীর আগ্রহে
বিদ্রোহী শ্রোতা একটা কাব্য রচনা হবে,
লক্ষ প্রাণ মিশে একাকার
স্বাধীনতা স্বাধীনতা জনজোয়ারের
একটা পাখি একটা কবিতা
এযে ঝংকার বেগে বেজে ওঠা
বিশ্ব কান্ডারী পুষ্প অগ্নি।
আমি অধিকার চাই মানুষের ,
পাখির, ভালোবাসার।
.
সেদিন বোবারা চিৎকার দিল
শুকনো ফুল রঙ ছড়ালো
এযে শত সংগ্রাম,
সূর্য মঞ্চ কাঁপিয়ে বীর বলিল
আমরা মুক্তি চাই ,বাঁচতে চাই, অধিকার চাই।
.
কবির হুংকার এযে বাংলার শের এবারের সংগ্রাম
মুক্তির স্বাধীনতার এই রক্ত ফোটা প্রতিটি স্পন্দন বাংলার,
একটাই ফুল একটা প্রাণ সুবাসিত
বাংলাদেশ মুগ্ধ পৃথিবী সবুজ আলোই।
.
লেখক: শিক্ষার্থী,জাতীয় বিশ্ববিদ্যালয়।
.
Tag :

Please Share This Post in Your Social Media


অন্তপ্রাণ

Update Time : ০৭:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
অন্তপ্রাণ
মো: আশরাফুজ্জামান শাওন
.
বঙ্গবন্ধু
এযে লক্ষ্য প্রাণের স্পন্দন
পুষ্প ভরা কুঞ্জে সেজেছে বদ্বীপ
পাখির কলরবে ভরেছে মন
ভরেছে বাঙালির ধন্য মাটি ধন্য বাংলা মা।
.
যে হাসিতে বৃষ্টি ঝরে,
পাখা মেলে জ্যোৎস্নার সুবহ
বাঙালির হাসি-কান্না সুখের আলো,
বাহান্নোর অগ্নিশিখা ধারণ করে
মনে জেলে স্বপ্নের দানা
বীজ বুনেছে স্বাধীনতার ব্যাকুলতা।
.
বঙ্গবন্ধু আসছে অধীর আগ্রহে
বিদ্রোহী শ্রোতা একটা কাব্য রচনা হবে,
লক্ষ প্রাণ মিশে একাকার
স্বাধীনতা স্বাধীনতা জনজোয়ারের
একটা পাখি একটা কবিতা
এযে ঝংকার বেগে বেজে ওঠা
বিশ্ব কান্ডারী পুষ্প অগ্নি।
আমি অধিকার চাই মানুষের ,
পাখির, ভালোবাসার।
.
সেদিন বোবারা চিৎকার দিল
শুকনো ফুল রঙ ছড়ালো
এযে শত সংগ্রাম,
সূর্য মঞ্চ কাঁপিয়ে বীর বলিল
আমরা মুক্তি চাই ,বাঁচতে চাই, অধিকার চাই।
.
কবির হুংকার এযে বাংলার শের এবারের সংগ্রাম
মুক্তির স্বাধীনতার এই রক্ত ফোটা প্রতিটি স্পন্দন বাংলার,
একটাই ফুল একটা প্রাণ সুবাসিত
বাংলাদেশ মুগ্ধ পৃথিবী সবুজ আলোই।
.
লেখক: শিক্ষার্থী,জাতীয় বিশ্ববিদ্যালয়।
.