সেক্টর কমান্ডার সি আর দত্ত বীর উত্তম এর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

- Update Time : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / 253
নিজস্ব প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত), বীর উত্তম-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।
আজ এক শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন, “বাংলাদেশের জাতীয় মুক্তির ঐতিহাসিক সংগ্রামের অন্যতম বীর সেনানায়ক মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তম সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত ৪নং সেক্টরে অসাধারণ দক্ষতায় মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন।
পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাঁর কর্তব্যনিষ্ঠ জনসেবা জাতি চিরকাল স্মরণ করবে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
ভূমিমন্ত্রী মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তম-এঁর বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।