নীলফামারীর ডিমলায় ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার

- Update Time : ১২:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / 163
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ১০৫ বোতল ফেনসিডিল সহ জয়নাল আবেদীন (১৯) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
.
জয়নাল আবেদীন পার্শ্ববর্তী লালমনিহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী বাজার এলাকার হোসেন আলীর ছেলে।
.
থানা সুত্রে জানা যায়, সোমবার (২৪-আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি তেলির বাজার নামক স্থানে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করতেছে।
.
এমন সংবাদের ভিক্তিতে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ওসি (তদন্ত) সোহেল রানা, এস.আই মোঃ উজ্জল শাহ,এস আই অনন্ত মোহন রায়, এস.আই মোঃ আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জনৈক বাবুল হোসেন এর দোকানের দক্ষিণ পার্শ্বে বাঁধের উপর থেকে ১০৫ বোতল ফেন্সিডিল সহ জয়নালকে গ্রেফতার করে।
.
এসময় সহযোগী কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।
.
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ও তার সহযোগী পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে মঙ্গলবার আদালতে মাধ্যমে জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
Tag :