একাদশে ভর্তি: কুমিল্লা বোর্ডের ৪১৩ কলেজে ১ লাখ ৩৪ হাজার আবেদন

  • Update Time : ০৯:১৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / 193

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে মনোনীতদের তালিকা মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে প্রকাশিত হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের ৪১৩ কলেজে একাদশ শ্রেণিতে মোট ভর্তির আসন ১ লাখ ৯০ হাজার ৬০৫টি। এসব আসনের বিপরীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ১ লাখ ৩৩ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী। চলতি সেশনে ভালো কলেজগুলোতে আসন না বাড়ায় ভর্তির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে শিক্ষার্থী সংকটে এ বছরও বেশকিছু কলেজে আসন খালি থাকবে।

গত বছরের তুলনায় চলতি বছর এসএসসি পরীক্ষায় ভালো পাশ করায় একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধও বেড়ে গেছে। গত ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়। এর আগে গত ৯ আগস্ট সকাল ৭টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রথম পর্যায়ে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান।

জানা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে চলতি বছর মোট এসএসসি পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ পরীক্ষার্থী। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৪৩ হাজার ২৬৪ জন। মানবিক বিভাগে পাস করেছে ৪২ হাজার ৩০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করছে ৪৯ হাজার ৯৯২ জন। অপরদিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের ৪১৩ কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৫৬ হাজার ২৫টি, মানবিক বিভাগে আসন ৬৬ হাজার ৬১৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আসন ৬৭ হাজার ৯৬৫টি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের ৩৬টি সরকারি কলেজসহ মোট ৪১৩টি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আসন প্রায় ১ লাখ ৯০ হাজার ৬০৫টি। এসব আসনের বিপরীতে ভর্তি হওয়ার জন্য আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৮৫৮ জন। আর তারা মোট ৬ লাখ ২৮ হাজার ১৬টি আবেদন করেছে।

তিনি বলেন, সর্বশেষ ১০ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশের পর ১১ ও ১২ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এসময়ের মধ্যে নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। ১৩ সেপ্টেম্বর কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে বলে জানান তিনি।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৫ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে একাদশে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পর প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে সিলেকশন নিশ্চিত করতে হবে। অর্থাৎ যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএস এর মাধ্যমে ২০০ টাকা ফি দিয়ে নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে।

৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। ৫-৬ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। ৭-৮ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। ১১ ও ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। ১৩ সেপ্টেম্বর রাত কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম বলেন, করোনার সময়ে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সার্কুলার অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে বোর্ডের দায়িত্বশীলদের পাশাপাশি স্ব স্ব কলেজের দায়িত্বশীলরাও ভর্তির বিষয়ে প্রক্রিয়াগতভাবে কার্যক্রম চালাচ্ছেন। তবে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের গতি আরও বাড়বে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


একাদশে ভর্তি: কুমিল্লা বোর্ডের ৪১৩ কলেজে ১ লাখ ৩৪ হাজার আবেদন

Update Time : ০৯:১৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে মনোনীতদের তালিকা মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে প্রকাশিত হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের ৪১৩ কলেজে একাদশ শ্রেণিতে মোট ভর্তির আসন ১ লাখ ৯০ হাজার ৬০৫টি। এসব আসনের বিপরীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ১ লাখ ৩৩ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী। চলতি সেশনে ভালো কলেজগুলোতে আসন না বাড়ায় ভর্তির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে শিক্ষার্থী সংকটে এ বছরও বেশকিছু কলেজে আসন খালি থাকবে।

গত বছরের তুলনায় চলতি বছর এসএসসি পরীক্ষায় ভালো পাশ করায় একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধও বেড়ে গেছে। গত ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়। এর আগে গত ৯ আগস্ট সকাল ৭টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রথম পর্যায়ে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান।

জানা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে চলতি বছর মোট এসএসসি পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ পরীক্ষার্থী। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৪৩ হাজার ২৬৪ জন। মানবিক বিভাগে পাস করেছে ৪২ হাজার ৩০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করছে ৪৯ হাজার ৯৯২ জন। অপরদিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের ৪১৩ কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৫৬ হাজার ২৫টি, মানবিক বিভাগে আসন ৬৬ হাজার ৬১৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আসন ৬৭ হাজার ৯৬৫টি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের ৩৬টি সরকারি কলেজসহ মোট ৪১৩টি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আসন প্রায় ১ লাখ ৯০ হাজার ৬০৫টি। এসব আসনের বিপরীতে ভর্তি হওয়ার জন্য আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৮৫৮ জন। আর তারা মোট ৬ লাখ ২৮ হাজার ১৬টি আবেদন করেছে।

তিনি বলেন, সর্বশেষ ১০ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশের পর ১১ ও ১২ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এসময়ের মধ্যে নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। ১৩ সেপ্টেম্বর কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে বলে জানান তিনি।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৫ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে একাদশে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পর প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে সিলেকশন নিশ্চিত করতে হবে। অর্থাৎ যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএস এর মাধ্যমে ২০০ টাকা ফি দিয়ে নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে।

৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। ৫-৬ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। ৭-৮ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। ১১ ও ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। ১৩ সেপ্টেম্বর রাত কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম বলেন, করোনার সময়ে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সার্কুলার অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে বোর্ডের দায়িত্বশীলদের পাশাপাশি স্ব স্ব কলেজের দায়িত্বশীলরাও ভর্তির বিষয়ে প্রক্রিয়াগতভাবে কার্যক্রম চালাচ্ছেন। তবে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের গতি আরও বাড়বে বলেও জানান তিনি।