প্রদীপ, লিয়াকত,নন্দদুলালসহ পুলিশের সাত আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর

- Update Time : ১১:২৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / 182
নিজস্ব প্রতিবেদক:
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার গুরুত্বপূর্ণ তিনজন আসামি বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতসহ পুলিশের সাত আসামিকে ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
.
সোমবার বিকাল ৩টায় তাদের কক্সসবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ‘র আদালতে হাজির করা হয় এবং মামলার অধিকতর তদন্তের স্বার্থে পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।
.
আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে ওসি প্রদীপ, লিয়াকত, নন্দদুলাল সহ ৭ জনের ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।
.

মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, রিমান্মাডে থাকা মামলার গুরুত্বপূর্ণ তিনজন আসামি বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। মামলার সুষ্ট তদন্তের স্বার্থে তাদের সাথে চার আসামিকে রিমান্ডে এনে আরো যাচাই বাছাই করছি।
.
জানা যায়, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ তিনজন আসামি বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে মঙ্গলবার (১৮ আগস্ট) কক্সবাজার জেলা কারাগার থেকে সাত দিনের রিমান্ডের জন্য র্যাব-১৫ কার্যালয়ে নিয়ে যান মামলা তদন্তকারী কর্মকর্তা। গত সাত দিন র্যাবের হেফাজতে সিনহা হত্যা নিয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলে।
.
একপর্যায়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল রেকি করে র্যাবের একটি বহর। ওখানে প্রায় তিন ঘণ্টা তদন্ত কার্যক্রম ও জিজ্ঞাসাবাদ চালান মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।
.
পরদিন শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার কারাগার থেকে সিনহা হত্যা মামলার আরও তিন আসামি কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহকে র্যাব-১৫ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
.
একই দিন শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি শাখা থেকে সিনহাকে গুলি করা ইন্সপেক্টর লিয়াকতের পিস্তল ও ২টি খালি ম্যাগাজিন গ্রহণ করেন মামলা তদন্তকারী কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।
.

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম বলেন, আসামিরা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ সব তথ্য দিচ্ছেন। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
.
তিনি আরও বলেন, আদালতের আদেশ মতে ইন্সপেক্টর লিয়াকতের পিস্তল ও ২টি খালি ম্যাগাজিন র্যাব হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি র্যাবের অভিজ্ঞ সদস্য দিয়ে সব আলামত পর্যালোচনা করা হচ্ছ।
.
৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। এ মামলায় বর্তমানে ১৩ জনকে আটক করেছে র্যাব। পাশাপাশি প্রত্যেককে আদালতের আদেশ মতে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
Tag :