শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান ১৪১ জন। এর মধ্যে শুধু ঢাকা-১৮ আসনেই মনোনয়নপ্রত্যাশী ৫৬ জন। এই ৫৬ জনের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের সাবেক ও বর্তমান নেতা, সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি), সাবেক জেলা জজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন।
ঢাকা-১৮ আসনে ১২ বছর ধরে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। গত ১০ জুলাই বার্ধক্যজনিত কারণসহ নানান অসুস্থতায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ তারা তিনটি শূন্য আসনে নির্বাচনী তফসিল ঘোষণা করলেও ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে তফসিল ঘোষণা করেনি। করোনাভাইরাস সংক্রমণের কারণে এই দুটি আসনের উপনির্বাচনের তফসিল ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
পাঁচটি আসনে প্রার্থী বাছাই করতে গত ১৭ আগস্ট থেকে মনোনয়ন বিক্রি শুরু করে আওয়ামী লীগ। শেষ হয় আজ রোববার।
এ ব্যাপারে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এনটিভি অনলাইকে বলেছেন, ‘পাঁচটি আসনের উপনির্বাচনে আমরা মোট ১৪১টি মনোনয়ন ফরম বিক্রি করেছি। এর মধ্যে ঢাকা-১৮ আসনে সর্বাধিক ৫৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।’
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন যুব মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আকতার, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজান আলী মণ্ডল, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. আবুল বাশার, ভাষানটেক থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ইয়াজ আলী ফকির, ডিএনসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী রবিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রাজ্জাক খান, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মুনতাজুল করিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খসরু চৌধুরী, আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহসম্পাদক নাজমুল হক বাবু, পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের সাবেক সদস্য মমতাজ উদ্দিন মেহেদি, ঢাকা মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ফরিদপুর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শামীম রেজা, উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান, সাবেক উত্তরখান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন সম্পাদক নির্মল ডিকস্তা, খিলক্ষেত থানা যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাম্মেল হক, ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, সাবেক সচিব মোহাম্মদ মুসা, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক সহসভাপতি ও ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডি এম শামীম,
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. হাবিব হাসান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সহসাংগঠনিক সম্পাদক মোহা. কবির হোসাইন, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী দেওয়ান ও সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য কাজী খলিলুর রহমান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল শাখা স্বাচিপের সভাপতি ডা. সাব্বির আহমেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, তেজগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম হোসাইন, মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত জেলা জজ রেবেকা বেগম,
উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও সহসভাপতি রহিমুল হক, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমা ফেরদৌস, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সাবেক সদস্য মোজাম্মেল হোসেন মাতুব্বর (আমিনুল), ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য জিন্নাত আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ মামুনুল হক, যুবলীগ নেতা হৃদয় চৌধুরী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল করিম, হাজী জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ ওয়ালী আল কাদির, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাফিজ মল্লিক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মতিউর রহমান, সাবেক দক্ষিণখান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজউদ্দিন আহমেদ, পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল আজিজ খান ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সদস্য (প্রস্তাবিত) এস ফয়সাল আহমেদ।