রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রহিম মোল্লা মাষ্টারের দাফন

- Update Time : ০২:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / 139
পাপ্পু কুমার, (তানোর) রাজশাহী:
রাজশাহী তানোর উপজেলার সরনজাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা রহিম মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
.
আজ (২৩ আগষ্ট) রবিবার সকাল ১১.৩০ টায় কালিগঞ্জহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় সহস্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজে জানাযায় ইমামতি করেন স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
.
নামাজে জানযা পূর্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুসান্ত কুমার মাহাতো, তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম ও মুক্তিযোদ্ধা মোজাহার আলী মাষ্টার সহ আরো অনেকে।

.
জানাযার নামাযের পূর্বে গার্ড অফ অনার প্রদান করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুসান্ত কুমার মাহাতো ।
.
রাষ্ট্রীয় মর্যাদা শেষে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তানোর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করে মরহুমকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
Tag :