নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ৫ ঘণ্টার পর ইকরামুল (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (২২ আগস্ট) বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা ও ঘিবা গ্রামের জোড়াব্রিজ নামক স্থানের কোদলা নদীতে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শনিবার দুপুরে কোদলা নদীতে তিন বন্ধু ইকরামুল, রনি ও হাবিবুল্লাহ সাঁতার কাটছিল। একপর্যায়ে রনি ও হাবিবুল্লাহ সাঁতরিয়ে ব্রিজের ওপরে উঠে আসে। কিন্তু ইকরামুল পানি থেকে আর উঠতে পারিনি। প্রথমে তারা দুই বন্ধু মিলে পানিতে খোঁজাখুজি করে। পরে পাশে থাকা লোকজনদের ঘটনাটি বললে তারাও খোঁজ করে। পরে স্থানীয়রা বেনাপোল পোর্ট থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
তারাও খোঁজাখুজি করে না পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান খুলনা ডুবুরি দলকে খবর পাঠায়। সন্ধ্যায় ডুবুরি দল ও বেনাপোল ফায়ার সার্ভিসের ১৬ সদস্যের দল পানির নিচ থেকে লাশটি উদ্ধার করে। ইকরামুল ধ্যান্যখোলা গ্রামের দক্ষিনপাড়ার ইমামুলের ছেলে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান সুমন বলেন, ‘আমরা ৬ জনের একটি ইউনিট ও এলাকাবাসী মিলে উদ্ধার কাজ চালাচ্ছিলাম। অনেক খোঁজাখুজি করে না পেয়ে পরে খুলনা থেকে ডুবুরি দল এনে সন্ধ্যা ৭টার সময় ইকরামুলের লাশটি উদ্ধার করা হয়।’
বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ ঘটনাসস্থল পরিদর্শন করেছেন। লাশ থানায় আনা হবে কিনা জানতে চাইলে বলেন না এটা ওসি স্যার বলেছে লাশ স্বজনদের কাছে দিয়ে দেওয়ার জন্য।