ছাগলনাইয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে চার যুবক আটক

- Update Time : ০৮:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 116
কমল পাটোয়ারী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
.
ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড উত্তর মন্দিয়া ওয়ালিউল্লাহ্ খাল রোড় পানির স্কিম ড্রেনের পার্শ্বে এক টি পরিত্যাক্ত জায়গায় হাসি (৩৫) নামে (ছদ্ম নাম)এক মহিলাকে চার যুবক দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
.
এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানাযায়, শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০ টায় প্রতিদিনের ন্যায় রাস্তা দিয়ে চলাচলের সময় আগে থেকে ওঁৎপেতে থাকা চার যুবক হাসিকে (ছদ্মনাম) টেনে হেঁছড়ে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে ধর্ষক চার যুবক পালিয়ে যায়।
.
এ ব্যাপারে ধর্ষিতা বাদি হয়ে ছাগলনাইয়া থানায় অভিযোগ করলে ছাগলনাইয়া থানার পুলিশ একই এলাকার অভিযুক্ত চার যুবক জমির আহম্মদ’র ছেলে নেজাম হোসেন মুরাদ, খুরশিদ আলমের ছেলে মোঃ পারভেজ, সামসু মিয়ার ছেলে মোঃ এমরান, তারু মিয়ার ছেলে মোঃ করিম মিয়াকে আটক করা হয়।
.
এ ব্যাপারে শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ্ সেলিম জানান, অভিযুক্ত চার যুবক যদি ধর্ষণের সাথে জড়িত থাকে কিংবা প্রমানিত হয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রসাশন ব্যবস্থা নিবে। ধর্ষককে বাঁচানোর কোন সুযোগ নেই।
.
শুভপুর ৯ নং ওয়ার্ডে মেম্বার আবুল কালাম মাষ্টার এর কাছে জানতে চাইলে তিনি বলেন যাদের নামে অভিযোগ উঠেছে তারা এলাকার বখাটে ছেলে হিসেবে পরিচিত. অভিযোগ প্রমানিত হলে অবশ্যই তাদের বিচার হতে হবে।
.
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ অভিযুক্ত চার যুবককে আটকের সত্যতা নিচ্ছিত করে ধর্ষণের অভিযোগে শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করেন।
Tag :