বিপ্লব নামে ১৫ বছরের এক কিশোর নিখোঁজ

- Update Time : ০৪:৪৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 189
নিজস্ব প্রতিনিধিঃ
.
বিপ্লব (১৫) নামে এক কিশোর হারিয়ে গেছে। গত ১৮ আগস্ট ২০২০ খ্রিঃ ঢাকা কচুক্ষেত ইব্রাহিমপুর থেকে সকাল ৭ টায় বোনের বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে না।
.
হারানোর পূর্বে তার পরনে ছিল লাল গেঞ্জি ও ফুল প্যান্ট।
.
এই কিশোর চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট গ্রামের অবুল হোসেন পাটওয়ারীর ছোট ছেলে। সে পরিপূর্ণ সুস্হ্য। অনেক খোজ করার পরেও তার কোন সন্ধান মিলেনি।
.
উক্ত বিষয়ে ঢাকা কাফরুল থানায় সাধারণ ডাইরী করেছে। জিডি-২২৮৫, তারিখঃ ২১-০৮-২০২০খ্রিঃ।
কোন স্বহৃদয় ব্যাক্তি তাকে দেখলে নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবার।
.
মোবাইল নাম্বারঃ ০১৮৮১-২৪৭০১৪(বাবর -ভাই). ০১৯৩১২৬৫৪৫৯
Tag :