দুই লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হলো মহাত্মা গান্ধীর চশমা

  • Update Time : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • / 172

 

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনের ম্যাঙ্গোসফিল্ড এলাকার একজন বয়স্ক ব্যক্তির বাসার ড্রয়ারে ৫০ বছরেরও বেশি সময় ধরে পড়ছিল গান্ধীর এই চশমা জোড়া।

প্রায় ৫০ বছর বছর যুক্তরাজ্যের একজন বাসিন্দার ড্রয়ারে পড়ে থাকা ভারতের স্বাধীনতার জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর এক জোড়া চশমা নিলামে ২ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এক টেলিফোন নিলামে মার্কিন এক সংগ্রাহক চশমা জোড়া কিনে নেন বলে বিবিসি’র একটি খবরে বলা হয়। নিলামকারী প্রতিষ্ঠান ইস্ট ব্রিস্টল অকশন হাউজের জন্য এটি রেকর্ড বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তা অ্যান্ড্রু স্টো।

তিনি জানান, ব্রিটেনের ম্যাঙ্গোসফিল্ড এলাকার একজন বয়স্ক ব্যক্তির বাসার ড্রয়ারে ৫০ বছরেরও বেশি সময় ধরে পড়ছিল গান্ধীর এই চশমা জোড়া। লকডাউন চলাকালীন ঘর পরিস্কার করতে গিয়ে চশ্মা জোড়া খুঁজে পান তিনি। পরে তিনি ইস্ট ব্রিস্টল অকশন হাউজের কাছে চশমা জোড়া নিলাম করার জন্য দেন।

স্টো বলেন, “প্রথমে ধারণা করা হয়েছিল যে চশমা জোড়া সর্বোচ্চ ১৫ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে। তবে, দাম যে এতো বেশি হতে পারে তা আমাদের ধারণার বাইরে ছিল।”

“এটা ব্যতিক্রমী একটা ফলাফল। এই চশমা জোড়া শুধু আমাদের জন্য বিক্রির রেকর্ড তৈরি করেনি, এটার আন্তর্জাতিক ঐতিহাসিক গুরুত্বও তুলে ধরেছে”, যোগ করেন তিনি।

বিবিসি জানায়, ১৯২০ এর দশকে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন চশমা জোড়ার বর্তমান মালিকের এক আত্মীয়ের সাথে মহাত্মা গান্ধীর দেখা হয়। সেই সময় এই চশমা দুটি পান তিনি। এরপর তিনি ব্রিটেনে চলে আসেন। তারপর থেকেই  ম্যাঙ্গোসফিল্ড এলাকার ওই বাড়ির একটি ড্রয়ারে দীর্ঘ ৫০ বছর পড়ে ছিল ভারতের স্বাধীনতার জনকের ব্যবহৃত এই চশমা।

Tag :

Please Share This Post in Your Social Media


দুই লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হলো মহাত্মা গান্ধীর চশমা

Update Time : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০

 

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনের ম্যাঙ্গোসফিল্ড এলাকার একজন বয়স্ক ব্যক্তির বাসার ড্রয়ারে ৫০ বছরেরও বেশি সময় ধরে পড়ছিল গান্ধীর এই চশমা জোড়া।

প্রায় ৫০ বছর বছর যুক্তরাজ্যের একজন বাসিন্দার ড্রয়ারে পড়ে থাকা ভারতের স্বাধীনতার জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর এক জোড়া চশমা নিলামে ২ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এক টেলিফোন নিলামে মার্কিন এক সংগ্রাহক চশমা জোড়া কিনে নেন বলে বিবিসি’র একটি খবরে বলা হয়। নিলামকারী প্রতিষ্ঠান ইস্ট ব্রিস্টল অকশন হাউজের জন্য এটি রেকর্ড বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তা অ্যান্ড্রু স্টো।

তিনি জানান, ব্রিটেনের ম্যাঙ্গোসফিল্ড এলাকার একজন বয়স্ক ব্যক্তির বাসার ড্রয়ারে ৫০ বছরেরও বেশি সময় ধরে পড়ছিল গান্ধীর এই চশমা জোড়া। লকডাউন চলাকালীন ঘর পরিস্কার করতে গিয়ে চশ্মা জোড়া খুঁজে পান তিনি। পরে তিনি ইস্ট ব্রিস্টল অকশন হাউজের কাছে চশমা জোড়া নিলাম করার জন্য দেন।

স্টো বলেন, “প্রথমে ধারণা করা হয়েছিল যে চশমা জোড়া সর্বোচ্চ ১৫ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে। তবে, দাম যে এতো বেশি হতে পারে তা আমাদের ধারণার বাইরে ছিল।”

“এটা ব্যতিক্রমী একটা ফলাফল। এই চশমা জোড়া শুধু আমাদের জন্য বিক্রির রেকর্ড তৈরি করেনি, এটার আন্তর্জাতিক ঐতিহাসিক গুরুত্বও তুলে ধরেছে”, যোগ করেন তিনি।

বিবিসি জানায়, ১৯২০ এর দশকে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন চশমা জোড়ার বর্তমান মালিকের এক আত্মীয়ের সাথে মহাত্মা গান্ধীর দেখা হয়। সেই সময় এই চশমা দুটি পান তিনি। এরপর তিনি ব্রিটেনে চলে আসেন। তারপর থেকেই  ম্যাঙ্গোসফিল্ড এলাকার ওই বাড়ির একটি ড্রয়ারে দীর্ঘ ৫০ বছর পড়ে ছিল ভারতের স্বাধীনতার জনকের ব্যবহৃত এই চশমা।