চাঁদপুরে ৪ হাত ৪পা নিয়ে বিকলাঙ্গ শিশুর জন্ম

- Update Time : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 190
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরে ৪হাত ৪পা নিয়ে বিকলাঙ্গ শিশুর জন্ম দিয়েছে এক প্রসূতি। শনিবার দুপুরে শহরের আল আমিন প্রাইভেট হসপিটাল নামে একটি ক্লিনিকে ওই নবজাতকের জন্ম হয়।
হাসপাতাল সূত্র জানায়, চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের আশিকাটি গ্রামের শাহাজালাল প্রধানিয়ার স্ত্রী রহিমা বেগম প্রসব ব্যথা নিয়ে হসপিটালে শনিবার ভর্তি হন। দুপুর ১টায় তার সিজারিয়ান অপারেশন করেন ডা. শামসুন্নাহার তানিয়া।
অপারেশনের পর ৪হাত ও ৪পাসহ দুটি কন্যা সন্তান একত্রিত হয়ে জন্ম নেয়। ভূমিষ্ঠ হওয়ার আধা ঘন্টা পর ওই বিকলাঙ্গ শিশুর মৃত্যু হয়।
মুঠোফোনে আলাপকালে ডা. শামসুন্নাহার তানিয়া জানান, ওই রোগী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আল্ট্রাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় এরকম কোন তথ্য পাওয়া যায়নি।
নরমাল ডেলিভারি করার উপযুক্ত না হওয়ায় তাকে সিজারিয়ান অপারেশন করা হয়। ডেলিভারির পর দেখা যায়, দুটি কন্যা সন্তান একত্রিত হয়ে বিকলাঙ্গ শিশুর জন্ম নিয়েছে। দুটি নবজাতক এক হয়ে যাওয়ার কারণে ৪ হাত ও ৪ পাসহ একটি শিশুর জন্ম হয়।