‘এক কাপ চা’ নামে মোশাররফ-জুঁইয়ের রেস্টুরেন্ট

- Update Time : ০৭:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 167
নিজস্ব প্রতিবেদক:
.
নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও জুঁই করিম এবার রেস্টুরেন্ট ব্যবসায় নাম লেখালেন।গত বুধবার রাজধানীর উত্তরার ১০ নাম্বার সেক্টরে ‘এক কাপ চা’ নামে একটি রেস্টুরেন্ট চালু করেছেন তারা।
.
করোনা ভাইরাসের কারণে খুব আয়োজন করে উদ্বোধন করা না হলেও ছোট পরিসরে ফিতা কেটে এক কাপ চা উদ্বোধন করেন মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই করিম। এ সময় আরও উপস্থিতি নির্মাতা ও অভিনেতা শামীম জামান, নির্মাতা আবু হায়াত মাহমুদ, মারুফ মিঠু, অভিনেতা শহিদুল্লাহ সবুজ।
নতুন এই উদ্যোগ নিয়ে মোশাররফ করিম সমকালকে বলেন, রেস্টুরেন্ট দেয়ার ইচ্ছে অনেক আগে থেকেই ছিলো। এক কাপ চা তারই প্রয়াস। এখানে খাবারের মান থাকছে খুবই স্বাস্থ্যসম্মত।’
জুঁই করিম জানান, রেস্টুরেন্টের নাম এক কাপ চা হলেও এখানে শুধু চা নয়, পাওয়া যাবে ফাস্টফুডের সকল আইটেম।
Tag :