রামুতে বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫

  • Update Time : ০৬:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • / 164
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বার্মাইয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু থানার পরিদর্শক (ওসি) মো. আবুল খায়ের। তবে ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ওসি।

ওসি খায়ের বলেন, বিকালে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের বার্মাইয়া পাড়ায় কক্সবাজার অভিমুখি যাত্রীবাহী ইউনিক পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে ১ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসে। দুর্ঘটনার খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধারকারি দলটি বাসটির নিচে কেউ চাপা পড়া অবস্থায় আছে কিনা সেটার তল্লাশি কাজ অব্যাহত রেখেছে।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, দুর্ঘটনায় আহত ১৬ জনকে হাসপাতালে আনা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় ১ নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত ৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রামুতে বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫

Update Time : ০৬:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বার্মাইয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু থানার পরিদর্শক (ওসি) মো. আবুল খায়ের। তবে ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ওসি।

ওসি খায়ের বলেন, বিকালে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের বার্মাইয়া পাড়ায় কক্সবাজার অভিমুখি যাত্রীবাহী ইউনিক পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে ১ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসে। দুর্ঘটনার খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধারকারি দলটি বাসটির নিচে কেউ চাপা পড়া অবস্থায় আছে কিনা সেটার তল্লাশি কাজ অব্যাহত রেখেছে।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, দুর্ঘটনায় আহত ১৬ জনকে হাসপাতালে আনা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় ১ নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত ৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।