করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার পর এবার কমতে শুরু করেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট মানের ভরিতে প্রায় ১ হাজার ৫শ টাকা দাম কমিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা।
শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, শুক্রবার দুপুর থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে স্বর্ণের নতুন দাম। এর আগে চলতি আগস্ট মাসের ১৩ তারিখে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা।
করোনা সংক্রমণের মধ্যেও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সাথে সাথে গত কয়েক মাসে দফায় দফায় বেড়ে প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার টাকা ছাড়িয়েছে।
বাজুস বলছে, গত প্রায় ৩ সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে দাম কমানো হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট মানের প্রতিভরি স্বর্ণের দাম পড়বে ৬৯ হাজার ১০০ টাকা। ১৮ ক্যারেট মানের স্বর্ণের ভরি ৬০ হাজার ৩৬১ টাকা, সনাতনী স্বর্ণের প্রতিভরির নতুন দাম ৫০ হাজার ৪০ টাকা। তবে রুপার বিক্রি হবে আগে দামেই; প্রতি ভরি ৯৩৩ টাকায়।