মাটি খুঁড়তেই মিলল সাড়ে তিন কেজি স্বর্ণ

  • Update Time : ০২:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • / 185

বৃহস্পতিবার ডিসকভারি চ্যানেলে তাদের খোঁড়াখুঁড়ি ও স্বর্ণ পাওয়ার ভিডিও দেখানো হয়েছে। ঘটনা প্রচার হয়েছে অস্ট্রেলিয়ার টিভি শো ‘অসি গোল্ড হান্টারসে’।

শ্যানন বলেন, জায়গাটি আগে কখনো খোঁড়াখুঁড়ি করা হয়নি। সে কারণে ওখানে মেটাল ডিটেক্টরে সংকেত পেতেই মাটি খোঁড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। খোঁড়াখুঁড়িতে তাদের সাহায্য করেছেন ইথানের বাবা।

ইথান বলেন, চার বছরের খোঁড়াখুঁড়ি জীবনে তিনি অন্তত হাজারটি স্বর্ণের টুকরো পেয়েছেন। তবে এবারের দুটি সবগুলোকে ছাড়িয়ে গেছে আকার ও ওজনে।

এর আগে ২০১৯ সালে ওই এলাকায় এক ব্যক্তি মেটাল ডিটেক্টর ব্যবহার করে এক কেজি চারশ গ্রাম স্বর্ণের দলা পেয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


মাটি খুঁড়তেই মিলল সাড়ে তিন কেজি স্বর্ণ

Update Time : ০২:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০

বৃহস্পতিবার ডিসকভারি চ্যানেলে তাদের খোঁড়াখুঁড়ি ও স্বর্ণ পাওয়ার ভিডিও দেখানো হয়েছে। ঘটনা প্রচার হয়েছে অস্ট্রেলিয়ার টিভি শো ‘অসি গোল্ড হান্টারসে’।

শ্যানন বলেন, জায়গাটি আগে কখনো খোঁড়াখুঁড়ি করা হয়নি। সে কারণে ওখানে মেটাল ডিটেক্টরে সংকেত পেতেই মাটি খোঁড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। খোঁড়াখুঁড়িতে তাদের সাহায্য করেছেন ইথানের বাবা।

ইথান বলেন, চার বছরের খোঁড়াখুঁড়ি জীবনে তিনি অন্তত হাজারটি স্বর্ণের টুকরো পেয়েছেন। তবে এবারের দুটি সবগুলোকে ছাড়িয়ে গেছে আকার ও ওজনে।

এর আগে ২০১৯ সালে ওই এলাকায় এক ব্যক্তি মেটাল ডিটেক্টর ব্যবহার করে এক কেজি চারশ গ্রাম স্বর্ণের দলা পেয়েছেন।