কক্সবাজার সদর ও টেকনাফ থানার ওসিকে বদলি

- Update Time : ০৭:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / 179
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর থানার নবনিযুক্ত ওসি খায়রুজ্জামানকে শিল্প পুলিশে এবং টেকনাফ থানার ওসি আবুল ফয়সলকে এপিবিএনে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দফতরের উচ্চপদস্থ দায়িত্বশীল এক কর্মকর্তা সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খায়রুজ্জামান তিন দিন আগে কক্সবাজার সদর থানার ওসির দায়িত্ব নেন। আবুল ফয়সল ১০ দিন আগে টেকনাফ থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হয়েছিলেন মো. আবুল ফয়সল।
থানা হাজতে এক আসামির মৃত্যুর ঘটনায় প্রত্যাহার করা হয়েছিল কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবিরকে। পরে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে চলতি দায়িত্ব দেওয়া হয় এবং গত ১৭ আগস্ট খায়রুজ্জামান ওসি হিসেবে নিযুক্ত হন।
Tag :