নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী মামুন মাহবুব

  • Update Time : ০৬:৪৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • / 230
বিশেষ প্রতিনিধি: 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য করার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

আদালতের তলবে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভার্চ্যুয়ালি হাজির হয়ে ক্ষমা চাওয়ার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ আগস্ট দিন রেখেছেন।

আদালতে মামুন মাহবুবের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

নিঃশর্ত ক্ষমা চেয়ে বলা হয়, ফেসবুকে সেই পোস্ট সঙ্গে সঙ্গে মুছে দেওয়া হয়েছে।

এর আগে বিষয়টি নজরে আনার পর গত বুধবার (১২ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ মামুন মাহবুবকে তলব করেছিলেন।

ফেসবুকের বিষয়টি আদালতের নজরে আনান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তলবের পাশাপাশি মন্তব্যের কারণে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়েছেন আপিল বিভাগ।

Tag :

Please Share This Post in Your Social Media


নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী মামুন মাহবুব

Update Time : ০৬:৪৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
বিশেষ প্রতিনিধি: 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য করার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

আদালতের তলবে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভার্চ্যুয়ালি হাজির হয়ে ক্ষমা চাওয়ার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ আগস্ট দিন রেখেছেন।

আদালতে মামুন মাহবুবের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

নিঃশর্ত ক্ষমা চেয়ে বলা হয়, ফেসবুকে সেই পোস্ট সঙ্গে সঙ্গে মুছে দেওয়া হয়েছে।

এর আগে বিষয়টি নজরে আনার পর গত বুধবার (১২ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ মামুন মাহবুবকে তলব করেছিলেন।

ফেসবুকের বিষয়টি আদালতের নজরে আনান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তলবের পাশাপাশি মন্তব্যের কারণে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়েছেন আপিল বিভাগ।