৩৮২ ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয় নাঈমকে

- Update Time : ০৭:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / 197
নিজস্ব প্রতিবেদক:
৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী ও স্কুলশিক্ষক রেশমা নাহারকে ধাক্কা দেওয়া চালককে আটক করেছে পুলিশ। জব্দ করেছে মাইক্রোবাসটি।
৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে লেক রোডে বাইসাইকেল আরোহী রেশমা নাহারকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর পরিবার মামলা করে। ঘটনা বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রেশমাকে ধাক্কা দেওয়া গাড়ি শনাক্ত ও চালক আটক করেছে।
রেশমা নাহার রাজধানীর আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর বাড়ি নড়াইলে। ঢাকায় মিরপুরে থাকতেন। তিনি পর্বতারোহী ছিলেন এবং নিয়মিত বাইসাইকেল চালাতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত বলে উক্ত চালক জবানবন্দি দিয়েছেন। মাইক্রোবাসটি ব্যক্তিমালিকানাধীন। একটি কোম্পানিকে সেটা ভাড়া দেওয়া হয়। গ্রেফতারকৃত নাইম ওই কোম্পানির হয়েই গাড়ি চালাচ্ছিলেন। রাজধানীর ইব্রাহিমপুরের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো চ ১৫৩৬৮৫।
রেশমা নাহার একজন পর্বতারোহী এবং স্কুলশিক্ষক। তাঁর মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। পুলিশ বিষয়টি অত্যান্ত নিবিড়ভাবে গ্রহন করেছে এবং ৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই উক্ত চালক ও গাড়ী আটক করেছে।
অভিযুক্ত নাইমের যথাযথ বিচার নিশ্চিত করতে পুলিশ তার রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী রেশমা নাহার হত্যার মামলায় বিচারের মুখোমুখি করতে পুলিশ বদ্ধপরিকর।